সারা বাংলা

বেনাপোল নোমান্সল্যান্ডে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মিলন মেলা

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মিলন মেলায় বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ প্যারেডে অংশ গ্রহণ করে। দীর্ঘ এক বছর পর এই প্রথম বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড শুরু হয়েছে। 

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ বিপুল সংখ্যক সদস্য ও উচচ পর্যায়ের কর্মকর্তারা মিলন মেলায় অংশ গ্রহণ করেন। উভয়ের মাঝে মিস্টি বিতরণ ও ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। 

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন- যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিমা লীয় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভুইয়া, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান। 

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ১৭৯ বিএসএফের কমান্ডিং অফিসার অরুন কুমার সিংহ, কর্নেল অনিল কুমার ও কর্নেল সুরেন্দ্র সিং। 

বিজিবির সেক্টর কমান্ডার মহিউদ্দিন খান, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান যৌথ প্যারেড অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উচচ পদস্থ কর্মকর্তাসহ দুই দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।