সারা বাংলা

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত শিশুর মৃত‌্যু

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গায় ৫৮ জনের মৃত্যু হলো। 

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় মৃত্যু হয় শিশুটির। সাদেকুর দামুড়হুদা উপজেলার সদরের সালামের ছেলে। 

হাসপাতালের সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, শিশুটি করোনা আক্রান্ত হলে গত ৩০ মার্চ সন্ধ্যায় প্রথমে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেদিনই তাকে করোনা ওয়ার্ডের রেড জোনে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শিশুটির মৃত‌্যু হয়।

তিনি আরও জানান, যেহেতু শিশুটির করোনা পজিটিভ ছিল- তাই তার দাফনকাজ স্বাস্থ্যবিধি মেনে হবে। এছাড়া শিশুটির পরিবারের সব সদস‌্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ নিয়ে চুয়াডাঙ্গায় ৫৩ জন ও চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসা নিতে গিয়ে আরও পাঁচ জনসহ মোট ৫৮ জনের মৃত্যু হলো। 

বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে করোনা পজিটিভ রোগী রয়েছে ১৬ জন। তবে ইয়োলো জোনে বর্তমানে কোনো রোগী নাই।

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, নতুন করে চুয়াডাঙ্গার করোনাপরিস্থিতি অবনতি হচ্ছে। প্রতিদিনই দুয়েকজনের করোনা পজিটিভ হচ্ছে। 

তিনি বলেন, ‘সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া প্রসাশনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে জেল জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’