সারা বাংলা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: উদ্ধারকাজ সমাপ্ত 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টা ২০মিনিটে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে তীরে টেনে তোলে। এরপর দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলন করে উদ্ধার অভিযান সমাপ্ত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘রোববার সন্ধ‌্যা ৬টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এরপর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।’