সারা বাংলা

হবিগঞ্জে করোনা শনাক্তের হার ২৪ শতাংশ 

হবিগঞ্জে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৫৩ শতাংশ।

সোমবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে এ তথ্য জানান জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, মাধবপুরে চারজন ও বাহুবল উপজেলায় একজন রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ২ হাজার ৮৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১ হাজার ৬৯৫ জন সুস্থ হয়েছেন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে।