সারা বাংলা

গাজীপুরে ৯০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪২ জনে।  

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এই তথ্য জানান। 

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত গাজীপুরে ৬৬ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করে ৮ হাজার ১২৭ কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি,  ৫ হাজার ৩৩২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৯৩ জন। 

মানুষের স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করা এবং অসচেতনতার কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড-১৯ রোগী চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ১০০ করা হয়েছে। বাড়ানো হয়েছে অক্সিজেন সুবিধাও।  

লকডাউন পরিস্থিতিতেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। তবে আগের চেয়ে বেশি সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করছেন। মহাসড়কে সীমিত আকারে গণপরিবহন চলছে।