সারা বাংলা

লকডাউনেও থেমে নেই ফেনসিডিল কারবারিরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সব ব্যবসায়ীরা এই ঘোষণা মানলেও, বেপরোয়া হয়ে উঠেছে দিনাজপুরের বিরামপুরের ফেনসিডিল কারবারিরা।

এদিকে, তাদের প্রতিরোধ করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে বিরামপুরের শান্তি মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১৬৩ বোতল ফেনসিডিসহ ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তাররা হলেন— বিরামপুর উপজেলার দমুদরপুর গ্রামের তনছেন আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আকরাম হোসেন (২৫)।

অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,  ভারত থেকে নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে একদল মাদক কারবারি দেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিরামপুর সীমান্তের শান্তিমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ১৬৩ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা ও আকরাম হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। আসামিদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।