সারা বাংলা

‘শিশু’ বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি

আলোচিত ‘শিশু’ বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় নেত্রকোনা প্রেসক্লাবে বাংলাদেশ হেফাজত ইসলামের নেত্রকোনা জেলা শাখা ও তার পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া বলেন, ‘গত সোমবার (৫ এপ্রিল) ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিকান্দা গ্রামে আসে রফিকুল। মঙ্গলবার (৬ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটে ওয়াজ মাহফিল করে। রাতে আবার বাড়ি ফিরে আসে। রাত ২টার দিকে র‌্যাব পরিচয়ে কালো পোশাক পরা বেশ কয়েকজন বাড়ি ঢুকে রফিকুলকে তুলে নিয়ে যায়। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটি ও জেলার শাখার সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, হেফাজত ইসলামের জেলা শাখার সদস্য মাওলানা আসাদুর রহমান আসাদ, রফিকুল ইসলামের চাচাতো ভাই নজরুল ইসলামসহ জেলা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ।