সারা বাংলা

মানিকগঞ্জে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

মানিকগঞ্জে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের কেন্দ্রে এ ডোজ দেওয়া শুরু হয়।

এ সময় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস,পুলিশ সুপার রিফাত রহমান শামীম,সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল,পুলিশ লাইন,কর্নেল মালেক মেডিক‌্যাল কলেজে ১টি করে ও ৬ উপজেলার ৬ কেন্দ্রে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। 

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট কেন্দ্রে ৬টি,পুলিশ লাইন  ও কর্নেল মালেক মেডিকেল কলেজ কেন্দ্রে  ১টি করে এবং প্রতিটি উপজেলায় ২টি করে টিম কাজ করছে। প্রতিটি টিমে ২ জন করে টিকা কর্মী ও ২ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন।