সারা বাংলা

বেড়াতে গিয়ে ধরলায় ডুবে একজনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলা নদীতে ডুবে রাকিব হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৮ এপ্রিল) লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার সীমান্ত উপজেলা ফুলবাড়ির দ্বিতীয় ধরলা সেতুর ডান পাশে ঘটেছে। 

স্থানীয়রা বলেন, বেলা প্রায় ১১ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার শুকানদীঘির বুদু মিয়ার ছেলে রাকিব তার ৮ বন্ধুসহ বেড়াতে যান। এসময় নৌকায় বসে হাতমুখ ধুতে গিয়ে পা পিছলে রাকিব পড়ে যায়। তাকে তার বন্ধুরা উদ্ধার করতে পারেনি।

পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধা ৬টার সময়  সেতুর নিচ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার নূর আলম রাইজিংবিডিকে নিশ্চিত করে বলেন, আমরা দুপুর ২টার সময় সংবাদ পাই। ৩টার দিকে আমাদের অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬টার সময় রাকিবের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।