সারা বাংলা

গাজীপুরে নতুন ১১৫ জন করোনায় আক্রান্ত, মৃত ২

গেল ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন আরও ২ জন। 

শুক্রবার (৯ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত গাজীপুরে ৬৭ হাজার ৭শ ৮০ জন মানুষের নমুনা পরীক্ষা করে মোট রোগী পাওয়া গেছে ৮৪১৯ জন। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি ৫৫৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫০৬ জন।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে করণায় আক্রান্ত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা গাজীপুর প্রেসক্লাবের এক সদস্য মারা গেছেন।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, কোভিড চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ১০০ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে গাজীপুর জেলায় শুরু হয়েছে করোনার টিকার দ্বিতীয় ডোজ। ওইদিন দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ১৬৯ জন। একই সঙ্গে প্রথম ডোজের টিকাও চলমান থাকবে বলেও তিনি জানান।