সারা বাংলা

মেঘনায় ফেরিতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

ভোলা মেঘনা নদীর মাঝে কলমিলতা ফেরিতে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে গঠিত কমিটিতে ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ফারুক হোসেন ও বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সোয়া ৪টায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা কলমীলতা ফেরি মেঘনার মাঝনদীতে এলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি ট্রাক পুড়ে যায়, তবে কেউ হতাহত হননি।