সারা বাংলা

কাশিমপুর কারাগারের সুপার করোনায় আক্রান্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপারিনটেনডেন্ট মো. আব্দুল জলিল, তার স্ত্রী ও শ্বশুর করোনায় আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে আছেন।

মো. আব্দুল জলিল জানান, তার দেহে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৭ মার্চ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন। পরে তার পরিবারের লোকজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়।

২৮ মার্চ জেল সুপার রাজারবাগে সেন্ট্রাল পুলিশ লাইন হাসপাতালে এবং অন্যরা হোম আইসোলেশনে যান। জেল সুপার তাদের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানিয়েছেন, তাদের কারাগারের রানার মাহফুজুল হক এবং কারা হাসপাতালের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন। আইসোলেশনে থাকার পর তাদের নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ এসেছে।