সারা বাংলা

মামুনুল ইস্যুতে হেফাজতের জরুরি সভা

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাম্প্রতিক ঘটনা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলার বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে বসেছে দলটির কেন্দ্রীয় নেতারা।

রোববার (১১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলামের হেডকোয়ায়ার্টার হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসায় এই সভা শুরু হয়। 

দুপুর সোয়া ১টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সভা চলছিলো। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সভার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা, গ্রেপ্তার এবং মামুনুল হকের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সভায় আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা হবে। একই সভায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক করোনা পরিস্থিতির কারণে কওমী মাদ্রাসাসমূহ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সভা শেষে এ ব্যাপারে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও এই হেফাজত নেতা জানান।