সারা বাংলা

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

সুনামগঞ্জ সদরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে পল্লী বিদ্যুতের ১৩টি খুঁটি ও ৩টি ট্রান্সমিটার। পাশাপাশি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবৈশাখী ঝড় শনিবার রাতে ও রোববার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট এলাকায় আঘাত হানে ।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে বড়ঘাট এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেবি লাইনের ১৩টি খুঁটি ভেঙে বিদ্যুতের তারসহ মাটিতে পড়ে যায়। ৩টি ট্রান্সমিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার যান চলাচল ও বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। তবে সকাল থেকে পল্লী বিদ্যুতের লোকজন সড়ক থেকে বিদ্যুতের খুঁটি ও তার অপসারণের কাজ শুরু করেছেন।

স্থানীয় আবু বক্কর সিদ্দিক পল ও বলেন, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় জামালগঞ্জ-সাচনা বাজার রোড পুরোপুরি বন্ধ হয়ে আছে।

আমিনুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি আমাদের ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সড়ক থেকে খুঁটি ও তার অপসারণের কাজ শুরু করেছি।