সারা বাংলা

ছোট গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়ায়

করোনাভাইরাস প্রতিরোধে আগামী (১৪ এপ্রিল) সারাদেশে কঠোর লক ডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এতে করে রাজধানী ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ঢাকা আরিচা মহাসড়কে পরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে দুপুর ১টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত প্রাইভেটকার, হায়েস ও মাইক্রোবাসের চাপ বেড়েছে।  ৫ নম্বর ঘাট এলাকায় দুইশোর বেশি ছোট গাড়ি পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় রয়েছে।

এছাড়া সাধারণ যাত্রীরা মটরসাইকেল,সিএনজিতে করে পাটুরিয়া ঘাটে আসছেন। এছাড়া ট্রাক টার্মিনালে আড়াইশোর মতো ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইকবাল মাহমুদ নামের এক ব্যক্তি বলেন,  ‘বুধবার থেকে সরকার সকল প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা শুনেছি। তাই অফিস থেকে একদিন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। লকডাউনের দিনগুলোতে গ্রামের বাড়িতে কাটাতে যাচ্ছি।’

প্রাইভেটকার চালক জলিল মিয়া বলেন, ‘মহাসড়কে পরিবহন বন্ধ থাকায় প্রাইভেটকারের ট্রিপ সংখ্যা বেড়েছে। যাত্রী নিয়ে চূয়াডাঙ্গা যাচ্ছি। তবে ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ থাকায় ঘণ্টাখানেক ধরে সিরিয়ালে আটকে আছি।’

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের এজিএম (বাণিজ্য) নাসিম মোহাম্মদ চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল করছে।

এ নৌরুটে ১৬টি ফেরি যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।