সারা বাংলা

‘ফুল বিজু’ উৎসবের প্রথম দিন আজ

অনুষ্ঠিত হলো আদিবাসীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজুর প্রথম দিন ‘ফুল বিজু’। খুব ভোরে ওঠে ফুল তুলে  নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব। চাকমা সম্প্রদায়ের চিরাচরিত লাল-কালো রঙের পিনোন পরে নারীরা আর ছেলেরা ধুতি-ফতুয়া/পাঞ্জাবি পরে ‘ফুল বিজু’ উৎসবে মেতে ওঠে।

তিনদিন এই বিজু উৎসব পালিত হয়, প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মুল বিজু, তৃতীয় দিন গইজ্জা পইজ্জা বিজু। অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন ফুল বিজু, চৈত্র সংক্রান্তির দিন মুল বিজু, পহেলা বৈশাখে গইজ্জা পইজ্জা বিজু। আর পহেলা বৈশাখের পরদিন শুরু হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। যা পানি খেলা নামে পরিচিত। পার্বত্য এলাকা এই সময়ে সেজে উঠে অপরূপ রঙে।

ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’, মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ আর চাকমা/তংঞ্চগ্যা সম্প্রদায়ের বিজু/বিষু নিয়ে হচ্ছে পার্বত্য এলাকার  বিজু উৎসব বা ‘বৈসাবি’।