সারা বাংলা

ময়মনসিংহে ৫ টাকায় ইফতার দিচ্ছে পুলিশ

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের জন্য ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মাসজুড়ে পাঁচ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, শাহজাহান মিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।

পুলিশ সুপার বলেন, ‘করোনার কারণে লকডাউনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ, ভাসমান, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক ও নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে নামমাত্র মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে। সেই চিন্তা করে জেলা পুলিশের আয়োজনে রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নামমাত্র বা প্রতীকি মূল্য পাঁচ টাকায় এই ইফতার সরবরাহ করা হবে। নগরীর বিভিন্নস্থানে মাসজুড়ে এই কার্যক্রম চলবে।’

ইফতার সামগ্রীতে রয়েছে, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শসা, খেজুর, আঙুর, কলা ও জিলাপী পরিমাণ মতো দেওয়া হবে।