সারা বাংলা

পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে হাসপাতালে

ঝালকাঠীর নলছিটি উপজেলার সূর্যেখালী গ্রামের হাকিম মোল্লার স্ত্রী রেহেনা বেগম (৫৮) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এটা করোনা সংক্রমণের উপসর্গ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু লকডাউনে যানবাহন বন্ধ। আবার জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছিলো না। তাই একটা উপায় বের করলেন ছেলে জিয়াউল হাসান টিটু। 

মোটরসাইকেল ও নিজের পিঠের সঙ্গে বাঁধলেন অক্সিজেন সিলিন্ডার। এরপর মোটরসাইকেলে মাকে বসালেন। সিলিন্ডার থেকে মায়ের মুখে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করলেন। এরপর মোটরসাইকেল চালিয়ে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন। এরপর মা রেহেনা বেগমকে হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। 

রাতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, বর্তমানে রেহেনা বেগমের অবস্থা ভালো। 

জিয়াউল হাসান টিটু বলেন,  ‘আমার মা জ্বর ও শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিলেন। লকডাউনে যানবাহনও চলছে না। আর জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সও না পাওয়া এই উপায় বের করি।’

সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, ‘রেহেনা বেগমকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাইফ্লোর মেশিনের সাহায্য নেওয়া হবে।’