সারা বাংলা

এমপিকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার: যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে কুমারখালী উপজেলার দয়রামপুর গ্রামের মধ্যপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

রফিকুল ইসলাম কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে করা আপত্তিকর পোস্ট নিজের ফেসবুক আইডি থেকে  শেয়ার করেন। তিনি দয়রামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। 

মামলার বাদী সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের চাচাত ভাই আবু সাইদ ওরফে জনি। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে ঢুকে দেখতে পান রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তার চাচাত ভাই এমপি সেলিম আলতাফ জর্জের নাম ও ছবি ব্যবহার করে আপত্তিকর কথা লেখা আছে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।