সারা বাংলা

হেফাজত নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানী বন্ধের দাবি জানালেন বাবুনগরী

হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম ওলামাদের মিথ্যা মামলা দিয়ে ধরপাকড়, গ্রেপ্তার হয়রানী বন্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। 

সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার নিজ কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় বাবুনগরী এই আহ্বান জানান।

বাবু নগরী বলেন, ‘‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত সব সময় শান্তি চায়। কিন্তু পবিত্র রমজান মাসে ইফতার, সেহেরি, তারাবির সময় হক্কানি আলেম ওলামাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অনেককে হয়রানী করা হচ্ছে। 

‘মাওলানা মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদীসহ যেসব বড় বড় ওলামায়ে কেরাম নির্দোষ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। ২০১৩ সালের মিথ্যা মামলায় আলেম ওলামাদের গ্রেপ্তার করা হচ্ছে।’ 

বাবুনগরী হেফাজতের নেতাকর্মীসহ সবাইকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। হেফাজতে ইসলাম সংঘাত সংঘর্ষ, সংঘাতে বিশ্বাস করে না। বরং হারাম মনে করে।’