সারা বাংলা

মাওলানা মাঈনুদ্দিনসহ দুজন ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে হেফাজতের সহিসংতার মামলায় গ্রেপ্তার মহানগর জামায়েত ইসলামীর আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ এবং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ও আব্দুর রউকে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালত হাজির করে। আদালত শুনানি শেষে দুজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১ টায় সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। 

পরে সোমবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফকে সোনারগাঁয়ে হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।