সারা বাংলা

বাঁশখালীতে সংঘর্ষ: আহত আরও এক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। 

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শিমুল আহাম্মেদ (২৩) নামের এই শ্রমিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউসে মারা যান। এ নিয়ে বাঁশখালীর ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয় জনে। 

আহত শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, শ্রমিক শিমুলকে ঘটনার দিন দুপুরে চমেক হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউসে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। 

উল্লেখ্য, গত শনিবার সকালে বেতন, ভাতা এবং ইফতার করার সময় চেয়ে তীব্র আন্দোলনের মুখে পুলিশের সঙ্গে বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হয় পুলিশসহ অন্তত ৩০ জন।