সারা বাংলা

ময়মনসিংহে ভিপি নুরের বিরুদ্ধে মামলা 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার। 

তিনি বলেন, ‘মো. সোহেল গনি নামে এক ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ফেসবুকে এক ঘণ্টার লাইভ করেন ভিপি নুর। সেখানে তিনি বলেন, ‘কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে, তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। তাদের কোনো ঈমান নেই।’ 

লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। 

ওসি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।