সারা বাংলা

খড় রাখাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খড় রাখাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবুল কাশেম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কবির হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

আবুল কাশেম মৃত মন্নাফ মিয়ার ছেলে। প্রতিপক্ষ সিদ্দিক মিয়া আবুল কাশেমের চাচাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের এক জমি নিয়ে আবুল কাশেম ও সিদ্দিক মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে আবুল কাশেমের বোন শাহানা বেগম ওই জমিতে ধানের খড় রাখতে যান। এ সময় সিদ্দিক মিয়ার পরিবার শাহানাকে খড় রাখতে বাধা দেয়। পরে শাহানা তার ভাই আবুল কাশেমকে বিষয়টি জানান। এতে কাশেম ও সিদ্দিকের বাক-বিতণ্ডাতায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সিদ্দিকের ছেলেরা কাশেমের ওপর হামলা চালায়। এ সময় সিদ্দিকের এক ছেলে ছুরিকাঘাত করলে আবুল কাশেম গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তেরর জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করেননি।