সারা বাংলা

মেঘনায় অভিযান, ২৪ লাখ বাগদার রেনুপোনাসহ নৌকা আটক

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ২৪ লাখ বাগদা চিংড়ির রেনুপোনাসহ জেলে নৌকা আটক করেছে হরিনা নৌ-পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে নৌ-পুলিশ এই অভিযান চালায়। এ সময় সেকান্দার বেপারী ( ৬০) নামে এক জেলেকেও আটক করা হয়।

চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশে হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে হানারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সরকার বাড়ি সংলগ্ন মেঘনা নদী থেকে ১১ টি নীল রঙের ড্রাম ও একটি সাদা ড্রাম এবং ১২ টি প্লাস্টিকের তৈরি ড্রামে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দামের ২৪ লাখ বাগদা চিংড়ি রেনুপোনা আটক করা হয়। আটক করা ডিজেল ইঞ্জিনচালিত কাঠের তৈরি জেলে নৌকাটির দাম ২ লাখ টাকা।

হরিণা নৌ-পুলিশ ফাঁড়ি জানায়, অভিযানে আটক জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অতিরিক্ত নৌ-পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন সিকদারের উপস্থিতিতে ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে আটক করা বাগদা চিংড়ির রেনুপোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।