সারা বাংলা

বোনের উপবৃত্তির টাকায় ভাইয়ের ইফতার বিতরণ

প্রায় দেড় বছর আগে তাপসের বোনের বিয়ে হয়েছে। তিনি এখন শ্বশুর বাড়িতে থাকেন। মার্চের ২১ তারিখ তার মোবাইলে কলেজের উপবৃত্তির টাকা আসে। সেই টাকা দিয়ে ভাই তাপস দাস খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে তিনি ইফতার বিতরণ করেন।

তাপসের বাড়ি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকায়।

তাপস বলেন, ‘গত ২১ তারিখ আমার বোনের মোবাইল একাউন্টে উপবৃত্তির টাকা আসে। সঙ্গে সঙ্গে সে বিষয়টি আমাকে অবগত করে। টাকাগুলো দিয়ে বলে মা-বাবার জন্য কিছু টাকা রেখে, বাকি টাকা দিয়ে প্রোগ্রাম করার জন্য। এই চিন্তা থেকেই আমি গতকাল জুড়ী বাজারে ইফতার বিতরণ করি।’

তাপস দাস রাইজিংবিডিকে বলেন, ‘অনেক সময় নিজেইএরকম অনেক কাজ করি। কিন্তু  ইফতার বিতরণ করা আমার কাছে সবচেয়ে আবেগের ছিলো। আমার বোনের মন মানসিকতা আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। সবাই আমার বোনের ও তার পরিবারের জন্য এবং আমার দোয়া করবেন।’