সারা বাংলা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস

দেশের অন্যান্য স্থানের মতো চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। গরমে জনজীবন অতিষ্ঠ। দুপুরে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৩৯.০০ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান,  মার্চের শুরু থেকে জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করে। এ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রোববার (২৫ এপ্রিল), ৪০.০৫ ডিগ্রি সেলসিয়ায়। আর আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.০০ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ৯টায় ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, তাপমাত্রা বাড়লেও হাসপাতালে রোগীর সংখ্যা তেমন বাড়েনি। এ সময় ডায়রিয়া বা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাসি, পঁচা খাবার খাওয়া যাবে না।