সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে টানা ২ ঘণ্টা ধূলিঝড়!

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রচণ্ড গরমের পর বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে হঠাৎ শুরু হয় ধূলিঝড়। রাত সাড়ে ৮টার দিকে প্রথমে কালোমেঘে আকাশ ছেয়ে যায়। এরপর প্রচণ্ড বাতাসে ধূলিঝড় শুরু হয়। রাত সাড়ে ১০টায় এ সংবাদ লিখার সময় পর্যন্ত ধূলিঝড় ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসের পর আর এখানে বৃষ্টি হয়নি। বৃষ্টির পানির অভাবে বোরো ধানের পানি সেচ সংকটে কৃষকরা। 

এছাড়া আমের রাজধানী খ্যাত এ জেলায় চলতি মৌসুমে বৃষ্টির অভাবে আমের ব্যপক ক্ষতির আশংকায় রয়েছেন চাষীরা। তার ওপর আজকে টানা ২ ঘণ্টা ধরে চলা ধূলিঝড়ে ব্যাপক হারে ঝড়ে পড়েছে আম। 

আজকে ছাড়াও এর আগে গত তিনদিনে একাধিকবারে গাছের প্রায় ২৫ শতাংশ আম পড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আম চাষীরা।

বৃহস্পতিবারের ধূলিঝড়ে অনেকটা বেকায়দায় পড়েন বাইরে থাকা লোকজন। পরে ধূলিঝড় নিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দেন।

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় আতিক ইসলাম বলেন, হঠাৎ বাতাসের সাথে প্রচণ্ড ধূলার কারণে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এটাকে ধূলিঝড় বলে আমি জানতাম না। তবে আমি হতবাক। তিনি আরো বলেন, এর আগে আমি কখনো ধূলিঝড় দেখিনি।