সারা বাংলা

‘মানুষকে আতঙ্কিত করতেই খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করেছে বিএনপি’

বিএনপির কাজ মানুষকে আতঙ্কিত করা বলে মন্তব‌্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের মানুষকে আতঙ্কিত করতেই খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করেছে বিএনপি।’  

শুক্রবার (৩০ এপ্রিল) দিনাজপুরের বিরলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব‌্য করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসছে, তখন কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে যাচ্ছেতাই সমালোচনা করছে। টেলিভিশনের সামনে যাচ্ছে তাই বলছে। তাদের কোনো দায়িত্ব নেই। তাদের দায়িত্ব হচ্ছে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আতঙ্কিত করা।’

করোনার সময়ে বিএনপি নানা রকম অপপ্রচার ছড়াচ্ছে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলছেন, লকডাউনের নামে এটা ক্র্যাকডাউন হয়ে গেছে নাকি। আমি তো বলি, লকডাউনের নামে ক্র্যাকডাউন না; খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার মধ্য দিয়ে বিএনপিই ক্র্যাকডাউন হয়ে গেছে।’

বিএনপির উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যতই স্যালাইন দেন, ওষুধ দেন, ক্ষমতায় থাকতে যত অন্যায়-অবিচার করেছেন, এই বিএনপিকে আর সুস্থ করে তোলা সম্ভব নয়।’  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।