সারা বাংলা

ময়মনসিংহে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে এক নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ ১৩০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। 

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ নগরীর ও উপজেলা সদরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. জনি মোল্লা (২৭), মো. রাসেদুজ্জামান ওরফে লিককন (২২), মো. তারিকুজ্জামান ওরফর তারেক (২২), মো. রিপন মিয়া (৪২), মো. শাহাজাদা ওরফে শাহআলম (৪৫), মো. আশিকুর রহমান (২৮) ও মোছা. ইয়াসমিন বেগম (৩৫)।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।’