সারা বাংলা

সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা-বাবা দগ্ধ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন নামের ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা  ও বাবা। তারা বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালিন লিংকন মারা যায়।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৮ এপ্রিল) রাত ৮টার পরে উপজেলা ডাকবাংলোর পাশে নিজ বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লিংকনের বাবা সাইফুল ইসলাম (৩৫), মা লায়লা বেগম (২৫) আহত হন।

লিংকনের মা লায়লা রান্না করছিলেন। বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা তিনজন ছিটকে পড়েন। এসময় তাদের শরীরে আগুন ধরে গিয়ে তিনজনের মধ্যে শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়।

আহত অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেলে পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন লিংকনের মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তাদের হাসপাতালে নিয়ে যায়। পুরে যাওয়া স্থানগুলো তদন্ত করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।   উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, শিশুটির বাবা সাইফুল ডাকবাংলোর কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।