সারা বাংলা

মে দিবসে সিঁড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুরে ভবন ভাঙার কাজ করতে গিয়ে সিঁড়ি ধসে চাপা পড়ে সেলিম হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার  মহান মে দিবসের বিকেলে মহানগরীর জিরানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুর এলাকার আবু বকরের ছেলে।

শনিবার সন্ধ্যায় জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিমপুরের বাড়ৈপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিন মজুরের কাজ করতেন সেলিম।

জিরানী এলাকায় হামিম গ্রুপের একটি ৫ তলা ভবন ভাঙার কাজ চলছিল। ওই ভবন ভাঙতে শ্রমিক হিসেবে সেলিম অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন। বিকেলের দিকে এক পর্যায়ে ওই ভবনের সিঁড়ি ভাঙার সময় সিঁড়িটি হঠাৎ ধ্সে পড়ে। এ সময় তিনি ওই সিঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।