সারা বাংলা

দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইলে আইসিইউ চালু 

দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। রোরবার (২ মে) দুপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ বেড বিশিষ্ট এই ওয়ার্ডের উদ্বোধন করা হয়। 

এখন থেকে করোনা রোগীদের মধ্যে মুমূর্ষু অবস্থায় থাকা ব্যক্তিরা এই আইসিইউ সেবা পাবেন।

ওয়ার্ডটি উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

গত বছরের অক্টোবরে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হলেও বেড না থাকায় দীর্ঘ ৮ মাস আইসিইউ সেবা থেকে বঞ্চিত ছিলো জেলাবাসী।