সারা বাংলা

গাজীপুরে ১ দিনে করোনায় আক্রান্ত ৫৩, মৃত ১

গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫০১ জনে। এছাড়াও জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মুত্যু সংখ্যা ১৮৯ জন।

সোমবার (০৩ মে) বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ সব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) ২১০ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪৫ জন, শ্রীপুর উপজেলায় পাঁচজন, কালিয়াকৈর উপজেলায় ছয়জন, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। শ্রীপুর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৬ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৫০১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬ হাজার ৯১০ জন, কালীগঞ্জে ৭৯৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ৮৭ জন, কাপাসিয়ায় ৬৭৪ জন ও শ্রীপুরে ১০৩৭ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, জেলায় এখনও পর্যন্ত ৮ হাজার ৬২৯ জন সুস্থ হয়েছেন।