সারা বাংলা

চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। 

শনিবার (৮ মে)গভীর রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের এসব কাঠ জব্দ করতে সক্ষম হয় উত্তর বন বিভাগের শহর রেঞ্জ।

রোববার (৯ মে)অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান জানান, পার্বত্যাঞ্চল থেকে চট্টগ্রাম হয়ে অবৈধ কাঠ পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় অবস্থান নেয় শহর রেঞ্জের স্পেশাল টিম। গভীর রাত আনুমানিক ২টার দিকে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশরত ত্রিপলে ঢাকা একটি ট্রাক ( নং ঢাকা মেট্রো- ট-১৮-৬৯০২) জব্দ করে অভিযানকারী দল। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান।

অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।