সারা বাংলা

জমে উঠেছে কুষ্টিয়ায় ঈদের বাজার

ঈদকে সামনে রেখে কুষ্টিয়াশহরের মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আর শেষ সময়ে এসে বিক্রি বাড়ায় খুশি দোকানিরা।

দীর্ঘ সময়ে লকডাউন চলার কারণে ঢাকা থেকে পোশাক সরবারহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে দাবি করছেন দোকানিরা।

কুষ্টিয়া শহরের মাকের্ট ও ফুটপাতের দোকানে অন্য সময়ের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। মানুষ তার পরিবারের সদস্যদের জন্য পছন্দ করে পোশাক কেনার চেষ্টা করছেন। তবে অনেকে পছন্দমতো পোশাক না পাওয়া এবং আর পেলেও তার দাম বেশি বলে জানিয়েছেন।

কুষ্টিয়াশহরের আমলা বাজারের ঢাকা অনলাইন শপের মালিক সুইট জানান, করোনার কারণে অনেক দিন দোকান বন্ধ ছিল। তবে এবার বিক্রি অন্য বছরের তুলনায় বেশ ভালো।

রংধনু গার্মেন্টের মালিক সুজন জানান, ঢাকা থেকে লকডাউনের কারণে মালামাল আসছে না। আর আসলেও পরিমাণে কম। তাই আগের চেয়ে দাম একটু বেশি। তবে বিক্রি অনেক ভালো বলে জানান তিনি।

ব্যবসায়ী বজলুর রহমান জানান, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করছেন। মাস্ক ছাড়া ক্রেতাদের কাছে পোশাক বিক্রি করছেন না তিনি।

ক্রেতা গোলাম কিবরিয়া জানান, লকডাউনের মধ্যে বাইরে আসা হয় না। সামনে ঈদ। তাই পরিবারের সবার জন্য পোশাক কিনতে এসেছেন। তবে দাম অনেক বেশি।

আরেকজন খোসবার আলী জানান, পছন্দ মতো পোশাক পাচ্ছেন না। আবার দাম আকাশ ছোঁয়া। তাই একটু ঘুরে ঘুরে কেনার চেষ্টা করছেন।