সারা বাংলা

শিমুলিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ফেরিতে পার হলো ৩ হাজার যাত্রী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে দুইটি ফেরি ছেড়ে গেছে। ফেরিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে পার হয়েছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো ৩ হাজার যাত্রী।

সোমবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ।

সাফায়েত আহমেদ জানান, ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার পরও শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রী ঢল অব্যাহত রয়েছে। হাজার হাজার যাত্রী এখনও শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছেন।

আজ সকাল ১০টার দিকে ৫-৬টি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শিমুলিয়াঘাটে আসে। শুধু মাত্র অ্যাম্বুলেন্স পারাপারের জন্যই ফেরি যমুনা ছাড়া হয়েছিল। কিন্তু এ ফেরিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে ৩ হাজার যাত্রীও নৌরুট পারাপার হয়েছেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল রায়হান জানান, শিমুলিয়াঘাট এলাকায় বেলা ১২টার দিকে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক পণ‌্যবাহী ট্রাক। কিন্তু প্রাইভেটকার ও মাইক্রোসহ যাত্রীবাহী কোনো যানবাহন ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, ফেরির অপেক্ষায় চরম ভোগান্তিতে পরেছে দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রী।