সারা বাংলা

শোভনছড়ি বনে অবমুক্ত হলো বিরল প্রজাতির মেছোবাঘ

চট্টগ্রামের হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বনে লোকালয় থেকে উদ্ধার করা একটি বিরল প্রজাতির মেছোবাঘ (ফিশিং ক্যাট) অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১০ মে) গভীর রাতে শোভনছড়ি বনবিট কর্মকর্তা মো. রাফি উদ-দৌলা মেছোবাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন।

রাফি-উদ-দৌলা রাইজিংবিডিকে জানান, শোভনছড়ি বনাঞ্চল সংলগ্ন এলাকায় একটি মেছোবাঘ লোকালয়ে চলে এলে স্থানীয়রা মেছোবাঘটি আটক করে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় মেছোবাঘটি রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়।

পরে গভীর রাতেই স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান, ইউ‌পি সদস‌্য ও স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিব‌র্গের উপ‌স্থি‌তি‌তে জঙ্গল শোভনছ‌ড়ি মৌজার সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে মেছো বাঘটি ছেড়ে দেওয়া হয়।