সারা বাংলা

বান্দরবানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার 

বান্দরবানের রুমা উপজেলার মিনঝিড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে দুটি রাশিয়ান এসএমজি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) ভোররাতে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে পাহাড়ের জুম ঘরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করে।

সেনাবাহিনীর রুমা ২৭ বেঙ্গল জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান, একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে- এমন সংবাদ  পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনা সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসীদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

অস্ত্র ছাড়াও তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজির গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।