সারা বাংলা

কোয়ারেন্টাইন সেন্টারে ৪১৫ জনের ঈদ 

ভারত থেকে ফিরে আসা ৪১৫ জনের ঈদ কাটছে খুলনা মহানগরীর বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে। যাদের ঈদ উপলক্ষে উন্নতমানের খাবার পরিবেশন করেছে খুলনা জেলা প্রশাসন।

খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ১২১ জন ঈদের দিন ছাড়া পাচ্ছেন। যারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্ততি নিচ্ছেন। 

খুলনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, খুলনার ১৩টি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ১২১ জন আজ ছাড়া পেলেও ৪১৫ জন থাকছেন। তাদের ১৪ দিন পূর্ণ হলে ছেড়ে দেওয়া হবে। তবে যারা কোয়ারেন্টাইন আছেন, তাদের মধ্য থেকে কেউ করোনা শনাক্ত হয়নি বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। 

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বলেন, খুলনার বিভিন্ন হোটেল ও সরকারি প্রতিষ্ঠান মিলে ১৩টি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। যেখানে পাঁচ শতাধিক ভারত থেকে ফিরে আসা নাগরিক কোয়ারেন্টাইন রয়েছেন। তাদের শুক্রবার ঈদের দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।