সারা বাংলা

ঈদ আনন্দ তাদের কাছে স্বপ্নের মতো

নদী কেড়ে নিয়েছে সবকিছু। পরিবার নিয়ে অন্যের আশ্রয়ে থাকেন। লকডাউনের কারণে উপার্জন একপ্রকার বন্ধ হয়ে গেছে। অভাবের কঠিন বর্ম ভেদ করে যেখানে সংসার চালানই রীতিমতো একটি যুদ্ধ, সেখানে ঈদ আনন্দের ফল্গুধারা বইবে কী করে? 

গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পাড় ভাঙা মানুষগুলোর কাছে ঈদ তাই স্বপ্নের মতো। কর্মহীন এসব মানুষের সংসার চলছে খেয়ে না খেয়ে ও ধার দেনা করে। ঈদে নতুন পোশাক বা আনন্দ উল্লাসের কথা তারা ভাবতেই পারেন না। 

গাইবান্ধার গিদারী, বালাসীঘাট, কামারজানি, মোল্লারচর, চর কালাসোনা, চর কাপাসিয়া, লালচারমার, শ্রীপুরসহ কয়েকশ’ গ্রামে এখন হাজারও কর্মহীন মানুষ। তাদের সবার অবস্থা প্রায় একই রকম।

তবে ঈদের দিন যাতে কেউ না খেয়ে থাকে এবং লকডাউনে যাতে কেউ কষ্টে না থাকে— সেজন্য সরকারিভাবে সাহায্যের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুধু আশ্বাসে এসব পাড় ভাঙা মানুষের জীবনে পরিবর্তন আসবে না। আসবে না ঈদের আনন্দও। এরাও স্বপ্ন দেখে আর দশটি মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে। এদের সন্তানেরাও স্বপ্ন দেখে ঈদে নতুন জামা পরে ঘুরে বেড়াতে, আনন্দ করতে।