সারা বাংলা

যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে আগুন

যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।

শুক্রবার (১৪ মে) সকাল ৭টার দিকে বদ্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঈদের ছুটির কারণে অফিস তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন তারা। তদন্ত শেষে বলা সম্ভব হবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হবে।

এদিকে গণপূর্ত বিভাগের প্রকৌশলী তরিকুল ইসলাম দাবি করেন, ঈদের ছুটিতে বুধবার (১২ মে) শেষ অফিস হয়। সেসময় ওয়েটিং রুমের একটি ওয়াল ফ্যান কোনো কারণে বন্ধ করা হয়নি। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জি এম জিল্লুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।