সারা বাংলা

শিমুলিয়ায় যাত্রীদের চাপ, চলছে ১৮ ফেরি

ঈদ শেষে ঢাকায় ফিরছেন লোকজন। দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রীদের ভিড় রয়েছে। তবে রাজধানী থেকেও অনেকে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। শিমুলিয়ায় ও বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৮টি ফেরি চলছে। 

সোমবার (১৭ মে) ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি ছিল বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, অন্যান্য নৌযান বন্ধ রয়েছে। এ কারণে বাংলাবাজার ঘাট থেকে যাত্রীরা ফেরিতে করে পার হচ্ছেন। এদিকে, কিছু মানুষ যারা ঈদের আগে বাড়িতে যেতে পারেনি, তারাও আজ বাড়িতে যাচ্ছেন।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন বলেন, ‘পর্যাপ্ত ফেরি থাকায় কোনো যানবাহন কিংবা যাত্রীদের শিমুলিয়া প্রান্তে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না। তারা সিএনজি চালিত অটোরিকশা কিংবা মোটরসাইকেল যোগে ভেঙে ভেঙে আসছে। তবে ফেরি পার হতে কষ্ট হচ্ছে না। এ নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।