সারা বাংলা

গাজীপুরে করোনায় মৃত্যু বেড়ে ২০২

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০২ জনে।

এছাড়াও জেলায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৯৫৩ জন আক্রান্ত হলেন। 

সোমবার (১৭ মে) রাতে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, জেলায় ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন ও শ্রীপুর উপজেলায় একজন রয়েছেন। তবে কাপাসিয়া উপজেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়নি।

সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান জানান, জেলায় মোট শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৭ হাজার ১৯৯ জন, কালীগঞ্জে ৮১৯ জন, কালিয়াকৈরে ১ হাজার ১২১ জন, কাপাসিয়ায় ৭০৩ জন ও শ্রীপুরে ১ হাজার ১১১ জন। এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬২১ জন।