সারা বাংলা

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার সীমান্ত পিলার ১১৬৮/৫ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর এলাকা হতে এই পণ্য জব্দ করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ শুক্রবার (২১ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা ভারতীয় কসমেটিকসের মধ‌্যে জনসন বেবী লোশন, জনসন মিল্ক রাইচ ক্রীম, ক্লিন অ‌্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এবং ক্লিনিক প্লাস শ্যাম্পু। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৫৯০টাকা।

ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর বিওপির নায়েক সুবেদার মো. ইউনুচ আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করেন।

এসময় সীমান্ত পিলার ১১৬৮/৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর নামক স্থান হতে এই ভারতীয় কসমেটিকস জব্দ করে বিজিবি।

এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি। জব্দ করা মালামাল নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।