সারা বাংলা

মুজিবনগরে ট্রলি উল্টে নির্মাণ শ্রমিক নিহত 

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

শনিবার (২২ মে) সকাল ৭টার দিকে ওই ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ইজারুল ইসলাম (৪৮) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মওলার ছেলে।

আহতরা হলেন— এনামুল (২২), আরিব (১৯), রাকিব (১৮), বাদশা (২০), হাসিবুল (২৩), রাকিবুল (২৫), সুমন (১৯) ও জাফর (২৪)। তাদের সবার বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি আব্দুল হাশেম জানান, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে ছাদ ঢালাইয়ের জন্য সিমেন্ট-বালি মিক্সিং মেশিন একটি ট্রলিতে তুলে নিয়ে ১৩-১৪ জন নির্মাণ শ্রমিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সারঘর নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাদের বহনকারী ট্রলিটি উল্টে যায়। এতে ইজারুল ইসলামসহ ৮ শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় চিকিৎসক ইজারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।