সারা বাংলা

কাশিমপুর কারাফটকে রোজিনার স্বজনদের অপেক্ষা 

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষায় কারাফটকে অপেক্ষা করছেন তার স্বজনরা। 

রোববার (২৩ মে) বেলা ৩টার কিছু আগে রোজিনার স্বজনরা কারাফটকে পৌঁছান। এর আগে থেকেই গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামকে অন্তঃবর্তীকালীন জামিনের আদেশ দেন। আজ তিনি কারামুক্ত হতে পারেন।

কাশিমপুর কারাগারের জেলার হোসনে আরা বিথী জানান, স্বাস্থ্য মন্ত্রাণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বর্তমানে গাজীপুর কাশিমপুর কারাগারে আছেন। তিনি এ মামলায় জামিন পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজ আসেনি। কাগজ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।