সারা বাংলা

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে খুলানায় বৃষ্টি 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৪ মে) রাত থেকে বৃষ্টি শুরু হয়। তবে মঙ্গলবার (২৫ মে) সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 

এদিকে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ধেয়ে আসার খবরে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপসহ উপকূলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। দাকোপ উপজেলার পানখালিসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। ফলে নদীর তীরবর্তী বেড়িবাঁধের বাইরে ও বাঁধের কাছাকাছি বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ  বলেন, ‘বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হচ্ছে। যা আরও দু’এক দিন অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’