সারা বাংলা

ঘূর্ণিঝড় ইয়াস: চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে হাঁটুপানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমু্দ্রের জোয়ারের পানি চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢুকেছে। বুধবার (২৬ মে) দুপুরের পর উত্তাল সমুদ্রে সৃষ্ট জোয়ারে বন্দরের একাধিক ইয়ার্ডে পানি ঢুকে পড়ে।  

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, পূর্ণিমা এবং ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল থাকা সমুদ্রে জোয়ার সৃষ্টি হলে দুপুর ১টার পর থেকে বন্দরের কন্টেইনার ইয়ার্ডে পানি প্রবেশ করে। বিশেষ করে বন্দরের সিসিটি রেফার ইউনিট, এনসিটি, আইসিডি ইউনিট, ওভার ফ্লো ইয়ার্ডসহ ৪নং গেটের সড়কে পানি উঠেছে। কোখাও কোথাও হাঁটুপানি জমেছে।  

বন্দর কর্তৃপক্ষ জানায়, জোয়ারের পর পানি এমনি নেমে যাবে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এই পানিতে কন্টেইনারের পণ্য ক্ষয়ক্ষতি হওয়ারও আশঙ্কা নেই। 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের পানি কয়েক ফুট বেড়েছে।