সারা বাংলা

বিষখালীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়ে যাওয়ায় নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে উপজেলা পরিষদের অফিস পাড়া, আবাসিক এলাকা, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে পানিবন্দি হয়েছে কয়েক হাজার পরিবার। উপজেলা পরিষদ চত্ত্বর ও আশপাশের রাস্তা ঘাট ৩/৪ ফুট পানির নিচে নিমজ্জিত। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কক্ষে পানি ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র নষ্ট হয়ে গেছে।

এদিকে দুই দিন ধরে জোয়ার ও বৃষ্টির কারণে অব্যাহত পানি বেড়ে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ, কলা ক্ষেতসহ রবি শস্যে ক্ষেত।  

বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকেই জেলা জুড়ে ঝোড়ো হাওয়া বইছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষখালী তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো আছে। যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।